নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ডাকাত সর্দার বাবুল হোসেন ওরফে সেন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি এলাকায় বাসে ডাকাতির চেষ্টাকালে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সেন্টুর বিরুদ্ধে মামলা করে বুধবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। সেন্টু সোনারগাঁও উপজেলার লালপুর গ্রামের রফিকুল ইসলাম ওরফে মাওলা বক্সের ছেলে।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক আরিফ হাওলাদার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দড়িকান্দি বাসস্ট্যান্ড এলাকায় বিভিন্ন যানবাহনে ডাকাত দল ডাকাতির চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন খবর পেয়ে রাত আড়াইটার দিকে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ডাকাত সর্দার সেন্টুকে গ্রেফতার করা হয়। ডাকাত সেন্টুর বিরুদ্ধে ২০১৫ সাল থেকে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধের দায়ে ১৫টি মামলা রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন