সাভারের আশুলিয়া থেকে অপহৃত খোকন (২১) নামে এক তরুণকে ধামরাইয়ের ইসলামপুর থেকে উদ্ধার করেছে র্যাব-৪ এর সদস্যরা। এসময় আটক করা হয়েছে অপহরণকারী চক্রের মূলহোতা ও কিশোর গ্যাংয়ের লিডার পাপ্পুসহ মোট চারজনকে। শুক্রবার দুপুরে র্যাব-৪ এর পক্ষ এসব তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন-অপহরণকারী চক্রের প্রধান মানিকগঞ্জ জেলার পাপ্পু মোল্লা (২৬), গাইবান্ধা জেলার রিমন রহমান (২০), মানিকগঞ্জ জেলার নাহিদ হোসেন (২১) ও গাইবান্ধা জেলার রাকিব হাসান (১৯)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গত ২০ জুন অপহৃত ওই যুবক আশুলিয়ার গাজীরচট বোনের বাড়িতে বেড়াতে আসেন। পরে ২৩ জুন রাত ৮টার দিকে তিনি বোনের বাসা থেকে বের হলে আটক ব্যক্তিরা তাকে কৌশলে অপহরণ করে ধামরাই নিয়ে যান। সেখানে তাকে মারধর করে তার বোনের কাছে মোবাইল ফোনের মাধ্যমে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
এ ঘ্টনায় অপহৃত যুবকের স্বজনরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানালে র্যাব-৪ এর নবীনগর ক্যাম্পের সদস্যরা তদন্ত শুরু করে। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ধামরাইয়ের ইসলামপুরে অভিযান চালিয়ে অপহৃত যুবক খোকনকে উদ্ধার করে। এসময় মুক্তিপণের কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন, অপহরণকারী চক্রের মূল হোতা পাপ্পুসহ মোট ৪ অপহরণকারীকে আটক করা হয়। তারা সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় অপহরণ ছাড়াও চুরি, ছিনতাই ও ডাকাতির কাজে জড়িত ছিল। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
বিডি প্রতিদিন/এমআই