রাজধানীর বনানীতে লেক থেকে রমজান আলী (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে পুলিশ জানিয়েছে, মৃত যুবকের মানসিক সমস্যা ছিল। শুক্রবার রাত ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম জানান, রাত ৯ টার সময় ঘটনা হলেও রাত পৌনে ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
তিনি আরও জানান, লেকের পানিতে একজন ডুবে গেছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় শুক্রবার রাত ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহটি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
বারিধারা ফায়ার স্টেশনের কর্মকর্তা শেখ আবুল বাশার জানান, রাত ৯টার দিকে সংবাদ পেয়ে ডুবুরিরা ঘটনাস্থলে যায় এবং রাত পৌনে ১০টার দিকে রমজানের মরদেহ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই