রাজধানীর উত্তরখানের হযরত শাহ্ কবির মাজার এলাকায় বসবাসরত গরীব, অসহায়, দুস্থ ও কর্মহীন বেকার জনগোষ্ঠীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। ডা. মাহমুদুল হাসান, ডা. শায়লা শারমিন তাদের সহযোগীদের নিয়ে সেবা প্রদান করেন।
ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠানে ব্যবসায়ী এনামুল হাসান খান শহিদ, আশেকান ফাউন্ডেশনের সভাপতি নরুল আমিন অরুণ, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন