রাজধানীতে কয়েক দিনের ভ্যাপসা গরমের পর অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি। আজ শুক্রবার রাত নয়টার দিকে হালকা বৃষ্টি শুরু হয়। এরপর আস্তে আস্তে বাড়তে শুরু করে বৃষ্টি। এতে ঠাণ্ডা স্বস্তি ছড়িয়ে দিয়েছে ঢাকাবাসীর মধ্যে।
এর আগে, সন্ধ্যা থেকে ঢাকাসহ ৮ বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে এক পূর্বাভাসে জানায় আবহাওয়া অফিস। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং পরবর্তী দু’দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানানো হয়।
সন্ধ্যা ৬টা পরবর্তী ২৪ ঘণ্টার ওই পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী দু’দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে । পরের ৫দিনের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
বিডি-প্রতিদিন/শফিক