ঈদের একদিন আগে ঢাকা থেকে বহির্মুখী প্রধান সড়কগুলোয় প্রচণ্ড যানজট দেখা গেছে। বিশেষ করে বিমানবন্দর সড়কে গাড়ির চাকা যেন ঘুরছেই না। এ সড়কে বিআরটি প্রকল্পের জন্য রাস্তা ভাঙ্গা থাকায় যানবাহনের গতি স্বাভাবিক অবস্থাতেই বেশ কম থাকে। এর মধ্যে ঈদে গ্রামমুখী যানবাহনের জন্য চাপ বাড়ায় সড়ক যেন থমকে গেছে।
আজ সোমবার সকাল থেকেই বনানী ওভারপাস থেকে বিমানবন্দর, উত্তরা হয়ে আব্দুল্লাহপুর সড়কে গাড়ির প্রচণ্ড চাপ দেখা গেছে। দুপুরের দিকে গাড়ির চাকা একেবারেই যেন বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ সময় যানজটে অস্থির হয়ে পড়েন গাড়ির চালক ও যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী তুলছে বাসগুলো। এতে মূল সড়ক সংকুচিত হয়ে পড়েছে। এর মধ্যে আবার বিআরটি প্রকল্প কর্তৃপক্ষের খামখেয়ালীপনার জন্য রাস্তার অবস্থাও অত্যন্ত করুণ। ফলে গাড়ির চাকা যেন থেমেই আছে এ সড়কে।
এদিকে করোনাবিধি অনুযায়ী অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা থাকলেও কেউ সেটা মানছে না বহু বাস। অনেকেই মোটরসাইকেলে, প্রাইভেটকারে কিংবা ছোট যানবাহনে জিনিসপত্র নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন।
অন্যদিকে বিমানবন্দর সড়কের যানজট প্রভাব ফেলেছে মিরপুর কালশী থেকে ইসিবি চত্ত্বর পর্যন্ত। এছাড়া প্রগতি সরণি, কুড়িল ফ্লাইওভার ও আশপাশের সড়কেও যানজট তৈরি হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত