৪ আগস্ট, ২০২১ ১৭:৫১

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩৭ জন হাসপাতালে

অনলাইন প্রতিবেদক

২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৩৭ জন হাসপাতালে

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে ২৩৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ বুধবার বিকেলে সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২২১ জন ও এর বাইরে দেশের অন্যান্য বিভাগে নতুন ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৫৮ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ১ হাজার ৪ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ৫৪ জন।  চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ৩ হাজার ৬৮৩ জন।

সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২ হাজার ৬১৭ জন।  এ পর্যন্ত রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ৮টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। উল্লেখ্য, আগস্টে এ পর্যন্ত ১ হাজার ২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জুলাই মাসেই ভর্তি হয়েছিলেন ২ হাজার ২৮৬ জন ডেঙ্গু রোগী। তার আগের মাসে এই সংখ্যা ছিল ২৭২ জন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর