বিএনপির ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
শনিবার বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, খন্দকার মাহবুব হোসেনের স্ত্রী ও মেয়ের সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে আছেন। দুই-একদিন পর তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে।
করোনায় সংক্রমিত হওয়ায় গত ১৭ আগস্ট রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খন্দকার মাহবুবকে। লক্ষণ দেখা দেওয়ায় ওই দিন করোনার পরীক্ষা করান তিনি। পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়লে ওই দিন সন্ধ্যায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন