গাজীপুরের টঙ্গী খাঁ-পাড়া এলাকায় জাল টাকাসহ আব্দুল মান্নান (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শুক্রবার রাতে তাকে গ্রেফতারের সময় তার কাছ থকে ১৩ হাজার ৫০০ টাকার জালনোট উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে। পরে তাকে আজ শনিবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়।
গ্রেফতার মান্নান শেরপুর জেলার নালিতাবাড়ি থানার রাজনগর গ্রামের খলিল মিয়ার ছেলে।
জানা যায়, ঘটনার দিন রাতে খাঁ-পাড়া বাজার এলাকায় জালনোট নিয়ে অবস্থান নেন মান্নান। এমন গোপন সংবাদ পেয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। পরে মান্নানকে গ্রেফতারসহ ওই জাল নোট উদ্ধার করা করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। গ্রেফতার ব্যক্তি প্রতারক চক্রের সদস্য। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ