রাজশাহীর দুর্গাপুরে ভুটভুটির ধাক্কায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থী হাফিজুর রহমান সোহেলের (২৫)। এ ঘটনায় চালক রমজান আলীকে আটক করেছে পুলিশ।
হাফিজুর রহমান উপজেলার পৌর এলাকার শালঘরিয়া মধ্যপাড়া গ্রামে বাছের আলীর ছেলে। তিনি রাজশাহী কলেজের অনার্সের শিক্ষার্থী।
স্থানীয় পৌর কাউন্সিলর ছাইফুল ইসলাম জানান, শনিবার বেলা সাড়ে ১১টায় হাফিজুর রহমান উপজেলার আলীপুর বাজারে পান বিক্রি করে তার ব্যবহৃত মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কাশিপুরে আসলে দুর্গাপুর থেকে যাওয়া মুরগির খাদ্য বোঝাই একটি ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান হাফিজুর। পুলিশ খাদ্য বোঝাই ভুটভুটি গাড়ি ও দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বলেন, ভুটভুটি গাড়িচালক রমজান আলীকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত