বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আর কোনো ষড়যন্ত্রে কাজ হবে না। জনগণ তাদের চিনে ফেলেছে। লগি বৈঠার আন্দোলনের দিন গণতন্ত্র ও মানবাধিকারের কবর রচিত হয়েছিল। বর্বরোচিতভাবে হত্যাকাণ্ড ঘটায় প্রকাশ্য দিবালোকে। ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি বৈঠার আন্দোলনে দেশি-বিদেশি ষড়যন্ত্র কাজ করেছে।
আজ দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ফোরামের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফারাম আয়োজিত ‘মানবাধিকার ও আইনের শাসন : প্রেক্ষিত ২৮ অক্টোবর’ শীর্ষক এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদ।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, দলের সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, নাগরিক ফোরামের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট পারভেজ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/আরাফাত