রাজধানীর শ্যাওড়া রেলগেট এলাকায় বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।
আজ রবিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) মো. হাসান পারভেজ। তিনি বলেন, শনিবার দিবাগত রাত ১২টার দিকে শ্যাওড়া রেলগেট এলাকায় ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করা হয়। খবর পেয়ে, ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, ‘ওই কিশোরী বাকপ্রতিবন্ধী। তবে ভবঘুরে’।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ