ঢাকা ক্লাবে ডিসিএল হাবিব মেমোরিয়াল ইন্টার ক্লাব টেনিস টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে অনুষ্ঠান উদ্বোধন করেন ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্লাবের সম্মানিত সদস্য মো. জমির (সাবেক রাষ্ট্রদূত)। অনুষ্ঠানে বক্তব্য দেন অরগানাইজিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলী দ্বীন, টুর্নামেন্টের পরিচালক তানভীর আহম্মদ (মিকি) ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক তানইর হাবিব রহমান।
ডিসিএল হাবিব মেমোরিয়াল ইন্টার ক্লাব টেনিস টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা ক্লাব পরিচালনা পর্ষদের পরিচালকবৃন্দ, ইন্টার ক্লাব টেনিস টুর্নামেন্টের অরগানাইজিং কমিটির সদস্যবৃন্দ, খেলোয়াড়রা এবং ক্লাবের অন্যান্য সদস্যরা, ক্লাবের কর্মকর্তা-কর্মচারীরা।
এদিন টেনিস টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে খন্দকার মশিউজ্জামান রোমেল ও মো. জমির উপস্থিত হয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/আরাফাত