কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমানকে হত্যাচেষ্টা মামলার আসামি করা নিয়ে অস্থিরতা দেখা দিয়েছে। আজ রবিবার হঠাৎ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রায় অচল হয়ে পড়েছে পর্যটন শহরটি।
জানা গেছে, কয়েকশ মানুষ বিকেল সাড়ে পাঁচটায় শহরের প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এ সময় সড়কের দুই পাশের কয়েক হাজার দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যার পর সমুদ্রসৈকত ও হোটেল–মোটেল জোনে কয়েকশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
এতে বেকায়দায় পড়েছেন কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে আসা ৫০ হাজারের বেশি পর্যটক। কক্সবাজার হোটেল–মোটেল গেস্টহাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার গণমাধ্যমকে জানিয়েছেন, দূরপাল্লার শতাধিক বাস আটকে পড়েছে। রাতের বেলা এসব বাসে চড়ে অন্তত চার হাজার পর্যটকের কক্সবাজার ত্যাগের কথা ছিল।
মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যে কোনো নাগরিকের বিরুদ্ধে থানায় মামলা হতে পারে। এই মামলাও সেরকমভাবে হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/শফিক