রাজধানীর গুলশানের নতুন বাজার এলাকায় রিকশা উল্টে রিহান (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রবিবার রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ওই শিশুর পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।
দুর্ঘটনায় আহতরা হলেন- শিশুটির বড় বোন রাহী (৬), বাবা আ. রহিম ও মা শাহজাদী আক্তার মাফারা (২৫)।
জানা যায়, নতুন বাজার এলাকায় দুর্ঘটনায় আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত দেড়টার দিকে রিহান নামের শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রিহান। তাদের বাসা বাড্ডা বাঁশতলা এলাকায়। রহিম গুলশানে মুদি দোকানদার।
শিশুটির মামা নজরুল ইসলাম জানান, রবিবার দিবাগত রাতে দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে নতুন বাজারে গিয়েছিলেন বাজার করতে। সেখান থেকে বাসায় ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। হাসপাতালে নিয়ে গেলে রিহানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। রাহী ও তার মাকে চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শিশুটির বাবা রহিম হাসপাতালে ভর্তি রয়েছে।
আজ সোমবার সকালে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। এর চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর