গাজীপুরের শ্রীপুরে নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগানে সোমবার পালিত হলো জাতীয় যুব দিবস।
সোমবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত যুব দিবসে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। সঞ্চালনা করেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকত আলী মৃধা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহাতাব উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. লুৎফুন্নাহার মেজবাহসহ প্রমুখ।
এসময় একটি র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে যুবকদের মাঝে যুব ঋণের চেক, সনদপত্র, যুব সংগঠনের নিবন্ধন সনদ ও সংসদ সদস্যের নিজ উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই