আবাসিক ছাত্রাবাসের বর্ধিত ফি বাতিলসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টায় কলেজ ক্যাম্পাসে এই কর্মসূচি পালন করেন তারা।
সকালে ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।
সমাবেশে শিক্ষার্থীরা হোস্টেলের বর্ধিত ফি বাতিল করে আগের ফি নির্ধারণ, হোস্টেল সংস্কার করে বসবাস উপযোগী করা, ডাইনিং চালু করা, মসজিদ-মন্দির সংস্কার, নিরাপত্তা নিশ্চিত করা, মশা, মাছি ও জীবাণু নিধন, বহিরাগতদের রোধ এবং খেলাধুলার উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশ শেষে একই দাবিতে অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি দেন তারা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মাদ গোলাম কিবরিয়া।
বিডি প্রতিদিন/আবু জাফর