রাজশাহীতে গভীর শোক ও শ্রদ্ধায় বুধবার পালিত হচ্ছে ইতিহাসের কলঙ্কময় জেলহত্যা দিবস। রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীরা দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানান কর্মসূচি পালন করছেন।
জেলহত্যা দিবস উপলক্ষে বুধবার ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাজশাহীর কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। সকালে মহানগরীর কাদিরগঞ্জে থাকা শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় ফাতেহা পাঠ করা হয়। পরে শহীদ কামারুজ্জামানসহ জাতীয় চার নেতার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এর আগে বাবা শহীদ এএইচএম কামারুজ্জামানের রুহের মাগফিরাত কামনা করে নিজ বাসভবনে দোয়ার আয়োজন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরে মেয়র খায়রুজ্জামান লিটন রাজশাহী সিটি করপোরেশনের শোক পদযাত্রায় যোগ দেন।
এরপর মহানগরীর কুমারপাড়ায় থাকা স্বাধীনতা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক পদযাত্রা বের করে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। এটি সাহেববাজার জিরোপয়েন্টসহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এরপর দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়সহ বিভিন্ন স্থানে মানবভোজের আয়োজন করা হয়। এতে জাতীয় নেতা শহীদ কামারুজ্জামানের সন্তান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করেন।
সব কর্মসূচি থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবিলম্বে জেলহত্যা মামলার বিচার প্রক্রিয়ার বাকী অংশ শেষ করে খুনিদের ফেরত এনে তাদের ফাঁসির দাবি জানান।
কর্মসূচিতে শহীদ পুত্র ও রাজশাহী সিটি মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকারসহ মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ, যুব মহিলালীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এদিকে, জাতীয় চার নেতার স্মরণে কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় ছাড়াও মহানগরীর ৩০টি ওয়ার্ড কার্যালয় ও বিভিন্ন মোড়ে মোড়ে এবং গুরুত্বপূর্ণ স্থানে ভোর থেকে মাইকযোগে কোরআন তেলোয়াত করা হচ্ছে। দুপুরে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।
এছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের উদ্যোগে মহানগরীর বিভিন্ন স্থানে জেলহত্যা দিবস উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর