বেসরকারী স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের ৫০ ভাগ মহার্ঘ্য ভাতা প্রদানসহ ৭ দাবিতে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতি ফেডারেশন বরিশাল বিভাগীয় শাখার উদ্যোগে শনিবার সকাল ১১টায় নগরীর ফজলুল হক এভিনিউ বাকশিস কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শিক্ষক কর্মচারী ফেডারেশনের বরিশাল বিভাগীয় সমন্বয়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল।
এসময় বাংলাদেশ শিক্ষক সমিতির (কামারুজ্জামান) আঞ্চলিক সদস্য সচিব শফিউল আজম, বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশন আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক রেজাউল করিম, অধ্যক্ষ হানিফ হোসেন তালুকদার এবং অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরুসহ নেতারা উপস্থিত ছিলেন।
এতে মুজিব বর্ষে শিক্ষা জাতীয়করণসহ শিক্ষক-কর্মচারীদের অন্যান্য সকল দাবি মেনে নেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানানো হয়। এই দাবি আদায়ে আগামী ১১ ডিসেম্বর নগরীর সদর রোডে মানববন্ধন এবং মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে।
বিডি প্রতিদিন/হিমেল