তিন দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষকরা। প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠন বরিশাল জেলা কমিটির ব্যানারে শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমিতির নেতা জীবন সরকার চঞ্চলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় কমিটির আহ্বায়ক অরবিন্দ কুমার কুন্ড, যুগ্ম আহবায়ক সঞ্জয় হালদার, সদস্য আ. রহমান ও মমিনুল হক প্রমুখ।
বক্তারা এক আবেদনের ভিত্তিতে চাকরি প্রদান, প্যানেল ভিত্তিক নিয়োগ ও ইনডেক্স ধারীদের সুযোগ না দেয়ার দাবি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর