বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় থ্রি হুইলার (মাহেন্দ্র আলফা) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক কলেজ ছাত্র ফেরদৌস বেপারী নিহত হয়েছেন।
দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী নাহিয়ান এবং মাহেন্দ্র যাত্রী আব্বাস আলী ও চালক হাকিম আলী আহত হন। আহতদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস (১৮) বাবুগঞ্জের রাকুদিয়া এলাকার বাসিন্দা এবং আবুল কালাম ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি শেখ বেল্লাল হোসেন জানান, মাহেন্দ্র আলফাটি বরিশাল থেকে ভূরঘাটার দিকে এবং মোটরসাইকেলটি গৌরনদী থেকে বরিশালের দিকে যাচ্ছিলো। বাটাজোর কবিবাড়ী ব্রিজ এলাকা অতিক্রমকালে উভয় যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত দুইজনকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে মোটরসাইকেল চালক ফেরদৌসের মৃত্যু হয়।
আহত অন্যান্যদের বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি পুলিশ জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
বিডি প্রতিদিন/আবু জাফর