পুরান ঢাকার মাহুতটুলীতে একটি পলিথিন কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায় ফায়ার সার্ভিস। এরপর সেখানে প্রথমে ৪টি, পরে ৭টি সর্বশেষ আরও ১টি মোট ১২টি ইউনিট যায়।
রাত ১২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হালিম জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেছেন, একটি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর বৈদ্যুতিক তারের মাধ্যমে তা ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কোনো হতাহত নেই। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই জানানো সম্ভব নয় বলে তারা জানান।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ