রাজধানীর শাহবাগে সড়কের পাশে মিললো দুই নবজাতকের লাশ। আজ রবিবার ভোরে রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ছবিরহাট গেট এলাকা থেকে ওই দুই নবজাতকের লাশ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার। তিনি গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের ফোন পেয়ে শাহবাগ থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে। লাশ দুটো অপুষ্ট, ভ্রূণ। শিশু দুইটির লাশ কাপড়ে মোড়ানো ছিল। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ