উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার ফলাফলে এবার রাজশাহী শিক্ষাবোর্ড সারাদেশের মধ্যে দ্বিতীয় হয়েছে। প্রথম হয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড।
রাজশাহী শিক্ষাবোর্ডের পাসের হার ৯৭ দশমিক ২৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩২ হাজার ৮০o জন শিক্ষার্থী। আর কুমিল্লা শিক্ষাবোর্ডের পাসের হার ৯৭ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ১৫৩ জন শিক্ষার্থী।
ফলে এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হারের দিক থেকে সারাদেশের মধ্যে প্রথম হয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ড আর দ্বিতীয় হয়েছে রাজশাহী শিক্ষাবোর্ড।
পাসের হারে অতীতের সব রেকর্ড ভেঙেছে রাজশাহী শিক্ষাবোর্ড। রবিবার দুপুর ১২টায় রাজশাহী শিক্ষাবোর্ড থেকে এ ফল ঘোষণা করা হয়।
রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এবার মোট পরীক্ষার্থী ছিল এক লাখ ৫০ হাজার ৯১৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৪৭ হাজার ৪৮৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭৭ হাজার ৭২৯ এবং ছাত্রী সংখ্যা ৬৯ হাজার ৭৫৫।
এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০০টি কেন্দ্রের মাধ্যমে ৮ জেলার ৭৫৯টি কলেজ থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নেয়।
বিডি প্রতিদিন/আবু জাফর