বিশাল সাইজের একটি অজগর সাপ নিয়ে হুলুস্থুল কাণ্ড হয়েছে বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া নতুনহাট এলাকায়। ডোবায় মাছ ধরার সময় গত শনিবার দুপুরে সাপটি ধরেন স্থানীয়রা।
সাপটিকে এক নজর দেখার জন্য ভিড় করছেন স্থানীয় উৎসুক জনতা। স্বচক্ষে এত বড় সাপ দেখতে পেরে খুশি তারা। রবিবার সকালে সাপটি উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। প্রায় সাড়ে ৭ ফুট লম্বা অজগর সাপটি সুন্দরবন অথবা পটুয়াখালীর সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করার কথা জানিয়েছেন তারা।
জানা যায়, ২৬ নম্বর ওয়ার্ডের নতুন হাট এলাকার মো. আবুল হোসেন পানি সেচ করে গত শনিবার দুপুরে তার ডোবা থেকে মাছ ধরছিলেন। হঠাৎ হাটু পানির মধ্যে গজাল মাছ জাতীয় কিছু একটা মনে করে পানির মধ্যে কিছু একটা ধরে ফেলেন আবুল। পরে ৩/৪ জন মিলে চটের বস্তায় ভরে ওইদিন সন্ধ্যায় বিশালাকৃতির একটি অজগর সাপ তীরে তোলেন তারা। অজগর সাপ পাওয়ার খবরে সেখানে ভিড় করেন স্থানীয়রা। পরে সেটিকে একটি লোহার খাঁচায় বন্দি করেন তারা। সাপটি প্রায় সাড়ে ৭ ফুট লম্বা।
স্থানীয় বাসিন্দা মো. বাচ্চু ফরাজী জানান, সাপটি ধরার সময় কিছুটা ভয় পেয়েছিলেন তারা। শুরুতে সাপটি পিটিয়ে মেরে ফেলতে চাইলে অনেকেই বাধা দেন। এ কারণে তারা সাপটি একটি খাঁচায় বন্দি করেন। এত বড় জীবিত সাপ দেখে আনন্দিত তারা। এরপর তাদের মধ্যে কেউ একজন বিষয়টি ফেসবুকে আপলোড করেন। খবর পেয়ে রবিবার সকালে সাপটি উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তারা।
বরিশাল সদর উপজেলা সামাজিক বন বিভাগের ফরেস্টার গাজী মো. আবুল বাশার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হরিনাফুলিয়া এলাকা থেকে একটি বড় অজগর সাপ উদ্ধার করা হয়েছে। এই সাপ সুন্দরবনসহ বনাঞ্চলে বসবাসের যোগ্য। পানিতে ভেসে সাপটি লোকালয়ে চলে আসতে পারে। সাপটিকে সুন্দরবন অথবা পটুয়াখালীর সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করার কথা বলেন তিনি।
তবে স্থানীয়রা বলছেন অন্য কথা। তারা জানান, যে ডোবায় সাপটি পাওয়া গেছে, তার পাশে একটি বড় গরুর খামার রয়েছে। ওই গরুর খামারের জন্য সাতক্ষীরা থেকে ট্রাকে করে খরকুটার বান্ডিল আনা হয়। তার মধ্যে লুকিয়ে সাপটি বরিশাল আসতে পারে বলে ধারণা তাদের।
বিডি প্রতিদিন/এমআই