রাজধানীর খিলগাঁও এলাকা থেকে ইয়াবাসহ মো. ইকবাল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
রবিবার দুপুরে ডিএমপির গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী কমিশনার (এসি) মধুসুদন দাস বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দিনগত রাতে গোপন সূত্রে জানতে পারি, খিলগাঁও ফ্লাইওভার দিয়ে একটি আন্তঃজেলা পরিবহনের বাসে মাদক কারবারীরা ইয়াবা বিক্রির উদ্দেশে অবস্থান করছে। এর ভিত্তিতে আন্তঃজেলা পরিবহনের ওই বাসটিতে তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবাসহ ইকবালকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আসামি কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন জেলার মাদক কারবারীদের কাছে বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন। তারা নামে মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন