বরিশাল বিভাগে অর্থনীতি, শিক্ষা, সফল জননী ও সমাজ উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় ৫ জন নারীকে শ্রেষ্ঠ জয়ীতা সম্মানা দেয়া হয়েছে। রবিবার দুপুরে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তাদের হাতে ক্রেস্ট তুলে দেন বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসান।
দুপুরে সার্কিট হাউজে বিভাগীয় প্রশাসনের সহায়তায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ‘জয়ীতা অন্বেষণে বাংলাদেশ’ শীর্ষক এক ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন্নেছা ইন্দিরা।
বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিনুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা জামানসহ বিভিন্ন শ্রেনী পেশার বিশিস্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় পটুয়াখালীর বুলবুল নার্গিস মিলি, শিক্ষা ও চাকুরী ক্যাটাগড়িতে বরিশালের উজিরপুর উপজেলার এনএম সিদ্দিকা খানম, সফল জননী হিসেবে মুলাদী উপজেলার বেগম সামছুন্নাহার, নির্যাতনে বিভীষিকা মুছে নতুন উদ্যমে জীবন শুরু করায় বরিশাল নগরীর জেসমিন আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় রাহিমা সুলতানা কাজলকে সম্মাননা দেয়া হয় অনুষ্ঠানে। নারীর অগ্রগতি উৎসাহিত করতে এ ধরনের আয়োজনের প্রসংশা করেছেন পুরস্কারপ্রাপ্তরা। প্রধানমন্ত্রীর লক্ষ্য অর্জনে আগামীতেও এই আয়োজন অব্যাহত রাখার কথা জানিয়েছেন বিভাগীয় কমিশনার।
বিডি প্রতিদিন/এএ