গাজীপুরে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে মহানগরীর কাশিমপুর থানাধীন লোহাকৈর মাজার সংলগ্ন পুকুর থেকে ওই লাশ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩৫-৪০ বছর। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কাশিমপুর থানার ওসি মাহবুবে খোদা জানান, রবিবার দুপুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ওই পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নিহতের পরনে খয়েরি রংয়ের শার্ট ও কালো প্যান্ট রয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে পুকুরের পানিতে পড়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এমআই