নজরুল ইসলাম বাবলুকে সভাপতি এবং ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট যুব জাগপার কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান। এছাড়াও যুব জাগপার সাংগঠনিক প্রধান হিসেবে ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান ও প্রধান উপদেষ্টা হিসেবে আবু মোজাফফর মো. আনাছের নাম ঘোষণা করা হয়েছে।
যুব জাগপার কেন্দ্রীয় কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন সাংগঠনিক সম্পাদক হোসনে আরা হাসু, সহ-সভাপতি শাহরিয়ার বিপ্লব, ইমরুল কায়েস রূপম, কামরুজ্জামান কুয়েত, আনোয়ার হোসেন, জিয়াউর রহমান জুয়েল, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোকছেদুর রহমান, প্রচার সম্পাদক বিপুল সরকার, দপ্তর সম্পাদক আল আমিন টিপু, ক্রীড়া সম্পাদক জনি নন্দী, মহিলা সম্পাদিকা দীপা খন্দকার, সদস্য তাসলিমা আক্তার, শাহ আলম, সাইফুল ইসলাম সাজ্জাদ, মোছা. রুবি, স্বপ্না বেগম এবং শাহিদা বেগম। গত শুক্রবার আসাদগেট জিইউপি মিলনায়তনে যুব জাগপার কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/শফিক