গাজীপুরের শ্রীপুরে অস্ত্রের মুখে জিম্মি করে দুই বাড়ি থেকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করেছে ডাকাতরা। শনিবার রাতে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের আতাউর রহমান ও তার বড় ভাই সোহরাব হোসেনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত আড়াইটার দিকে একদল ডাকাত ওই গ্রামে প্রবেশ করেন। তারা প্রথমে সোহরাবের বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন। এরপর বাড়ির লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণ, নগদ টাকা ও কয়েকটি মোবাইল ফোন লুট করে নেয়। পরে আতাউর মেম্বারের বাড়ি থেকেও কয়েক ভরি স্বর্ণ ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাত দল।
শ্রীপুর থানার ইন্সপেক্টর (অপারেশন) গোলাম সরোয়ার জানান, ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এমআই