নারী উদ্যোক্তাদের নিয়ে সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ওপর কর্মশালা করেছে লাইটশোর ফাউন্ডেশন ও নারী ক্ষমতায়ন বিষয়ক প্লাটফর্ম মানবী।
গত ১১ ফেব্রুয়ারি বরিশাল শহরে অক্সফোর্ড মিশন রোডে একটি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন নারী উদ্যোক্তা অংশ নেন। নারী উদ্যোক্তারা কিভাবে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে স্বল্প ব্যয়ে মার্কেটিং করতে পারেন তার কলাকৌশল সম্পর্কে এই কর্মশালায় আলোচনা করা হয়। পাশাপাশি উদ্যোক্তাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ক্ষেত্রে কী কী বিষয়ে গুরুত্ব দেয়া উচিত সে ব্যাপারে বিশদ নির্দেশনা দেওয়া হয়। প্রোগ্রামিং হিরোর অ্যাসোসিয়েট ম্যানেজার নাজমুস সাকিব কর্মশালা পরিচালনা করেন।
লাইটশোর এর কো-ফাউন্ডার সুলতানা রাজিয়া বলেন, বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং উদ্যোক্তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঢাকার বাইরে যারা নারী উদ্যোক্তা রয়েছেন তাদের ডিজিটাল মার্কেটিং বিষয়ে তেমন একটা ধারণা নেই, তাই আমাদের প্রশিক্ষণ কর্মশালাটি নারী উদ্যোক্তাদের জন্য যুগোপযোগী এবং তারা তাদের সারাদেশ এর গ্রাহকের কাছে পৌঁছে দেয়ার অন্যতম হাতিয়ার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। প্রান্তিক নারীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভবিষ্যতে আমাদের এমন কর্মশালা আরও বড় আকারে আয়োজিত হবে।
বিডি প্রতিদিন/আরাফাত/রণক