রাজধানীর শাহজাহানপুর থানধীন কমলাপুর আইসিডির প্রধান ফটকের সামনে বাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম আল-আমিন শেখ (২২)।
গতকাল রবিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচতো ভাই শফিউল্লাহ সংবাদমাধ্যমকে জানান, আল-আমিন পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চৌঠাই মহল গ্রামের জুলফিকার শেখের ছেলে। কর্মসূত্রে তিনি রাজধানীর মানিকনগর এলাকায় বসবাস করতেন।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন জানান, খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে বলে জানান এসআই।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ