রাজধানীর বিভিন্ন এলাকায় আজ মঙ্গলবার গ্যাস থাকবে না। গ্যাস পাইপলাইনে সংস্কার কাজের জন্য আজ দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৪ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকরা গ্যাস পাবেন না।
গতকাল সোমবার রাজধানীর গ্যাস বিতরণ কোম্পানি তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জনিয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানায়, হাতিরপুল, সার্কুলার রোড, ফ্রি স্কুল স্ট্রিট, গ্রিন রোড, কাঠালবাগান, পূর্ব রাজাবাজার, পশ্চিম রাজাবাজার, শুক্রাবাদ ও ইন্দিরা রোড এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না। পাশাপাশি এসময় আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ হ্রাস পেতে পারে।
বিডি-প্রতিদিন/শফিক