আন্তর্জাতিক মৃগীরোগ দিবস উপলক্ষে ‘মৃগীরোগীদের ভালোবাসুন’ - এই স্লোগানের উপর ভিত্তি করে গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) ইউনাইটেড হাসপাতালের নিউরো সাইন্স সেন্টারের চিকিৎসকগণ অন্যান্য বিভাগের চিকিৎসকদের নিয়ে একটি সচেতনতামূলক সেশনের আয়োজন করে।
আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. আলিম আখতার ভূঁইয়া, সিনিয়র কনসালটেন্ট, নিউরোলজি, ইউনাইটেড হসপিটাল লিমিটেড। ডা. আলিম আখতার ভূঁইয়া বলেন, আন্তর্জাতিক মৃগীরোগ দিবসের লক্ষ্য হল জনসচেতনতা বৃদ্ধি করা এবং মৃগীরোগ সংক্রান্ত প্রকৃত তথ্য এবং সেই সাথে উন্নত চিকিৎসা, যত্ন এবং গবেষণা তহবিলের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে শিক্ষিত করা।
তিনি আরও বলেন, মৃগীরোগ মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের একটি রোগ। এটি প্রতিরোধ ও চিকিৎসাযোগ্য। দ্রুত শনাক্ত হলে, চিকিৎসকের পরামর্শ মতো চললে বেশিরভাগ ক্ষেত্রেই রোগটি ওষুধে নিরাময় হয়। তবে পরিবারের ভালোবাসা এবং সামাজিক সহযোগিতা পেলে মৃগীরোগ নিরাময় আরও সহজতর হবে। এছাড়া মৃগীরোগ নিয়ে নানান ধরনের কুসংস্কার সমাজে প্রচলিত আছে। তাই এ রোগ প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।
মৃগীরোগ নিয়ে বিশেষ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর মো. নাজমুল আহসান (অব.), সিনিয়র কনসালটেন্ট, অ্যানেস্থেসিওলজি ও চেয়ারম্যান, এইচইসি। এছাড়া ডা. নূর-ই-জেবিন (বিশেষজ্ঞ, নিউরোলজি), প্রফেসর ডা. শাহরুখ আহমেদ (সিনিয়র কনসালটেন্ট, নিউরোলজি), ডা. সৈয়দ সাঈদ আহমেদ (সিনিয়র কনসালটেন্ট, নিউরোসার্জারি), ডা. নাজমুল হক (কনসালটেন্ট, পেডিয়াট্রিক নিউরোলজি) প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন, মৃগীরোগ প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য একটি অসুখ। এ বিষয়ে সচেতনতা তৈরিতে গুরুত্ব দিতে হবে। মৃগীরোগ নিয়ে মানুষের ভ্রান্ত ধারণা দূর করতে প্রয়োজন সচেতনতা।
বিডি-প্রতিদিন/শফিক