‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস শুরুর গল্প’ স্মরণিকার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয় শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্টুরেন্টে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির বিভিন্ন ক্যাডারের কর্মকর্তা ও থিংকবিজ এক্সচেঞ্জ এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ আরও অনেকেই।
সমিতির সদস্যরা ত্রিমাত্রিক-৩০ বিসিএস শুরুর গল্প নিয়ে তাদের নানান অভিজ্ঞতা ও স্মৃতি তুলে ধরেন।
ত্রিমাত্রিক-৩০ বিসিএস একটি সংবিধিবদ্ধ সংস্থা ও পেশাজীবী সমবায় সমিতি। বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী এ সমবায় সমিতিটি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এবং মানবিক সব কার্যক্রমে গত ৫ বছর অনন্য ভূমিকা রেখে চলছে। আগামী জুলাই মাসে ত্রিমাত্রিক-৩০ বিসিএস সংগঠনটি সমিতির সদস্যসহ ৩০তম বিসিএস ফোরামের আগ্রহী সব সদস্য এবং পরিবারের সদস্যদের নিয়ে বড় পরিসরে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার ও ত্রিমাত্রিক ৩০ বিসিএসের প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, এ সমবায় সমিতিটি ‘ত্রিমাত্রিক স্বপ্নসম্ভার’ নামে আরও একটি স্মরণিকা প্রকাশ করতে যাচ্ছে। দেশের আর্থসামাজিক উন্নয়নে ও মানবিক সব কার্যক্রমে সর্বদা এই সংগঠনটি পাশে থাকবে।
বিডি প্রতিদিন/আরাফাত