রংপুর সিটি বাজারেরর ফল ফরমালিন মুক্ত। মঙ্গলবার দপুরে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযানে এমন চিত্রই উঠে এসেছে।
জানা গেছে, পবিত্র রমজান মাসে ভোক্তা সাধারণের স্বার্থে ওজন ও পরিমাপে সঠিকতা এবং খাদ্য দ্রব্যে ভেজাল রোধ নিশ্চিত করণের লক্ষ্যে বিএসটিআই অভিযান পরিচালনা করেন। নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের উদ্যোগে নগরীর সিটি বাজারে ১টি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
এ সময় রংপুর সিটি বাজারে অবস্থিত দোকানগুলোতে বিক্রিত ফলমূলে ফরমালিন ব্যবহার করছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য ফরমালিনের উপস্থিতি টেস্ট করা হয়। তবে ওই সব দোকানগুলোর ফলমূলে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি।
সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন বিভাগীয় অফিস প্রধান উপ-পরিচালক (পদার্থ) প্রকৌশলী মো. আব্দুর রশিদ ও ঊর্ধ্বতন পরীক্ষক (ফুড অ্যান্ড ব্যক্ট) মো. রাশেদুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই