গাজীপুরে টঙ্গীতে একটি পলিথিন ও প্লাস্টিকের বিভিন্ন সরঞ্জাম রাখা গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে টঙ্গীর দত্তপাড়া ওসমান গনি রোড এলাকায় এ ঘটনা ঘটে।
এসময় গোডাউনে থাকা মালামাল এবং পাশে থাকা একটা ফ্যামিলি বাসার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষ দাবি করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী বলেন, আবাসকি এলাকায় বহুতল ভবনের নিচে এবং আশপাশে পলিথিন ও প্লাস্টিকের গোডাউনসহ বিভিন্ন কারখানা ভাড়া দেওয়ায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে ফায়ার কর্তৃপক্ষের ধারণা, পলিথনি ও প্লাস্টিকের গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে।
বিডি প্রতিদিন/এমআই