রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজারে তদারকি বাড়ানোর নির্দেশ দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। মঙ্গলবার (৫ মার্চ) নগরভবনের মেয়র হানিফ মিলনায়তনে পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় শেখ ফজলে নূর তাপস এই নির্দেশনা দেন।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এরই মাঝে আইন অনুযায়ী প্রথমবারের মতো ‘বাজারমূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ’ বিষয়ক স্থায়ী কমিটি গঠন করেছে। এই কমিটি ইতোমধ্যে অনেকগুলো মার্কেট ও কাঁচাবাজার পর্যবেক্ষণ ও অভিযান পরিচালনা করেছে। বাণিজ্য মন্ত্রণালয়, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকা জেলা প্রশাসনসহ যেসব সংস্থা বাজারমূল্য ও কার্যক্রম তদারকি করে থাকে তাদের সঙ্গে সমন্বয় করে কমিটি পবিত্র রমজান মাসে দক্ষিণ সিটির আওতাধীন এলাকায় বাজারমূল্য তদারকি কার্যক্রম আরও বিস্তৃত করবে এবং তা বাস্তবায়ন করবে।
মূল্যতালিকা অনুসারে পণ্য বিক্রয় নিশ্চিত করা জরুরি উল্লেখ করে মেয়র শেখ তাপস বলেন, সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও কৃষিবিপণন অধিদপ্তর থেকে বাজারগুলোতে পণ্যের মূল্যতালিকা নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু সেগুলো যথাযথ মানা হয় না। এছাড়াও কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই হঠাৎ দ্রব্যমূল্য বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। এ ধরনের কার্যক্রম কাম্য হতে পারে না। মেয়র ব্যারিস্টার শেখ তাপস এ সময় স্থায়ী কমিটিকে তালিকা অনুযায়ী পণ্য বিক্রয় নিশ্চিত করার নির্দেশনা দেন।
বিডি প্রতিদিন/হিমেল