রাজধানীর বনানী এলাকার একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার (৬ এপ্রিল) সকাল ১০টার দিকে বনানীর আউট গোয়িং বিমানবন্দর সড়কে ঘটনাটি ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করে আগুন নির্বাপন করে। এ ঘটনায় বনানীর ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে প্রাথমিকভাবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িতে চালক ছাড়াও মালিকের মেয়ে ছিলেন বলে জানা যায়। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে আসেন এবং গাড়িটি পুরোপুরি পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আজ সকাল ১০টা ১৫ মিনিটের দিকে গাড়িটিতে আগুন ধরে যায়। আধ ঘণ্টা পর তা নির্বাপণ করা হয়। তখন বনানীর ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে, যান্ত্রিক ত্রুটি হতে পারে।
বিডি প্রতিদিন/হিমেল