রাজশাহী মহানগরীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে নগরীর ঐতিহ্য চত্বর সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে বর্জ্য অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
এ সময় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, কোরবানির পশু জবেহকরণের জন্য সিটি কর্পোরেশন থেকে ২১০টি স্থান নির্ধারণ করা হয়েছিল। নির্ধারিত স্থানের বাইরেও বিভিন্ন জায়গায় পশু কোরবানি দিয়েছেন নাগরিকরা। তবে সেসব জায়গা নিজ থেকে পরিষ্কার করেছেন তারা। এজন্য নগরবাসীকে ধন্যবাদ জানাচ্ছি।
মেয়র আরও বলেন, কোরবানির বর্জ্য ৫৮টি স্থানে সংগ্রহ করে রাখা হয়েছিল। সেখান থেকে অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। রাত ১২টার মধ্যেই কোরবানির সকল বর্জ্য অপসারণ করা হবে। পশু কোরবানির স্থানসমূহ পানি দিয়ে পরিষ্কার করা এবং পর্যাপ্ত ব্লিচিং পাউডার ছিটানো হচ্ছে।
তিনি আরও বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে ১১টি এসটিএস নির্মাণ করা হয়েছে। আরও ৭টি এসটিএস নির্মাণাধীন আছে। উদ্বোধনকালে সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সদস্য ও ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) সাজ্জাদ আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৮টি ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে কোরবানির বর্জ্য অপসারণে রাজশাহী সিটি কর্পোরেশনের ১৩৭৮ জন পরিচ্ছন্ন কর্মী নিয়োজিত আছে। রবিবার দুপুর থেকে ওয়ার্ড পর্যায় থেকে বর্জ্য সংগ্রহ করে নির্ধারিত এসটিএস সমূহসহ ৫৮টি স্থানে রাখা হয়। বিকেলে এসটিএস সহ নির্ধারিত স্থানসমূহ থেকে বর্জ্য ডাম্পিং ইয়ার্ডে নিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশনের কর্মীরা।
বিডি প্রতিদিন/আবু জাফর