রাজধানীর সবুজবাগের খিলগাঁও ফ্লাইওভারে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় মো. হালিম বেপারী (৫২) নামে এক রিকশাচাল নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সবুজবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক জানান, বাসাবো ফ্লাইওভারের ঢালে রিকশা চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক রিকশাকে ধাক্কা দেয়। ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।
তিনি বলেন, এই দুর্ঘটনায় রিকশাচালক গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে থাকে। পরে আমরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। পরে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ