রাজধানীর ওয়ারীতে তৃতীয় লিঙ্গের একজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে গোপীবাগ রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম অন্তর ইসলাম (২২)। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায়।
তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তৃতীয় লিঙ্গের নাদিম সংবাদমাধ্যমকে বলেন, ‘ওয়ারী এলাকায় ভাড়া বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে ছিলেন অন্তর। বাড়িওয়ালার সহযোগিতায় সেখান থেকে উদ্ধার করে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে বিকাল পৌনে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
নাদিম আরও বলেন, ‘কী কারণে গলায় ফাঁসি দিয়ে অন্তর আত্মহত্যা করেছেন, সে বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী থানায়।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ওয়ারী থেকে গলায় ফাঁস দেওয়া অন্তর ইসলাম নামে তৃতীয় লিঙ্গের একজনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। আনার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ