গাজীপুরের টঙ্গীতে হাবিবুল্লাহ রাজা (৩৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে টঙ্গীর ৫৭নং ওয়ার্ড নিমতলি রেলগেট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে টঙ্গী পুর্ব থানা পুলিশ।
নিহত হাবিবুল্লাহ ৫৬নং ওয়ার্ড হাফিজ উদ্দিন রোড এলাকার বাসিন্দা মোশারফ হোসেনের ছেলে। সে স্থানীয় একটি কারখানার শ্রমিক ছিলেন।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ এর সাথে যোগাযোগ করলে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ