রংপুর ও নীলফামারীতে কিশোরীদের কারাতে প্রশিক্ষণ শেষ হয়েছে। গত শনিবার ও সোমবার রংপুরের গংগাচড়া, কাউনিয়া ও তারাগঞ্জে ১২ জন এবং নীলফামারী সদর, ডোমার, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় ১৭ জনকে নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পরে প্রতি জেলায় তিনজন করে বিজয়ীর হাতে ক্রেস্টসহ অংশগ্রহণকারী সকলের হাতে একটি করে স্মারক সনদ তুলে দেওয়া হয়। এই প্রকল্পের আওতায় ১৭৫ জন ছাত্রীকে আত্মরক্ষার কৌশল বিষয়ক ৩২ দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রকল্প এলাকার সাত উপজেলায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণপ্রাপ্ত কিশোরীদের সনদ ও বেল্ট প্রদান করা হয়।
সনদ বিতরণ অনুষ্ঠানে নীলফামারী জেলা পর্যায়ে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার এবং প্রকল্প কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ ফয়েজ কাউছার, নাজনীন রহমান ও মো. রেজোয়ানুর রহমান প্রমুখ।
এদিকে রংপুর জেলা পর্যাযে কারাতে প্রতিযোগিতায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান মো. জুয়েল আহমেদ সরকার, সহকারী অধ্যাপক মো. মাহাবুব চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া হাবিপ্রবি’র ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে অধ্যয়নরত ৫২ জন শিক্ষার্থী ফিল্ড ভিজিটের অংশ হিসেবে কারাতে প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন।
ইউরোপিয়ান ইউনিয়ন ও অস্ট্রিয়ান ডেভেলপমেন্ট কো-অপারেশনের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট অ্যাকশান ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের আওতায় রংপুর জেলার ৩ উপজেলার ৭৯ মাধ্যমিক ও ২১টি মাদ্রাসায় এবং নীলফামারীর ৪ উপজেলায় ১৬৯টি মাধ্যমিক ও ২৮টি মাদ্রাসায় সরকারের সহায়ক প্রকল্প হিসেবে কাজ করছে তারা।
বিডি প্রতিদিন/এমআই