রাজধানীর হাজারীবাগের বালুর মাঠ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের নাম ফিরোজা বেগম (৫৫)।
শুক্রবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত ফিরোজা বেগমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদীতে। তার স্বামীর নাম দুখু মিয়া। তিনি তিন ছেলে ও এক মেয়ের জননী।
ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক