রাজধানীর তেজগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেফতার চারজন হলেন- আব্দুর রব, মো. আরমান, সাইদুর রহমান ও মো. মিজানুর রহমান।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) রাতে তেজগাঁও থানার মুক্তিযোদ্ধা মৎস্য মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২ টি চাপাতি ও ২ টি ছুরি উদ্ধার করা হয়।
ডিবির সিনিয়র সহকারী কমিশনার (এসি) এস এম জহিরুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তেজগাঁও মুক্তিযোদ্ধা মৎস্য মার্কেটের সামনে ফ্লাইওভারের নিচে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করা হয়। তারা সেখানে ডাকাতির জন্য সমবেত হয়েছিলেন বলে স্বীকার করেছে। আটক ব্যক্তিদের নামে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ