রংপুরে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে টাউন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইব্রাহিম খান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম রব্বনীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সাইফুজ্জামান ফারুকী, রংপুর বিভাগীয় সমবায় অধিপ্তরের যুগ্ম নিবন্ধক মোখলেছুর রহমান, রংপুর আঞ্চলিক সমবায় ইন্সস্টিটিউট এর অধ্যক্ষ শাহিনুর ইসলাম, রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড ও সমবায় ভূমি উন্নয়ন ব্যাংকের সভাপতি তুষার কান্তি মন্ডল।
আলোচনা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মাঝে সম্মাননা প্রদান করা হয়। এর আগে একটি বণার্ঢ্য র্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/হিমেল