রাজধানীর হাজারীবাগে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক যুবক (৩০) নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।
রবিবার (৬ নভেম্বর) ভোরে হাজারীবাগ বেড়িবাধঁ এলাকায় মেন্দী ডেন্টাল কলেজ সড়কে কোনও এক যানবাহনে চাপায় ওই যুবক নিহত হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হুদা এ তথ্য নিশ্চিত করে জানান, হাজারীবাগ বেড়িবাঁধের সিকদার হাসপাতালের পাশে মেন্দি ডেন্টাল কলেজ রোডে কোনো যানবাহনের চাপায় পিষ্ট হয়ে ওই অজ্ঞাত যুবক মারা গেছেন। তার পরনে ছিল কালো রঙের ফুল হাতা শার্ট ও প্যান্টের উপরে একটি সোয়েটার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ