বরিশালে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল বিনাধান-১৭ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বিনাধান-১৭ এর চাষ সম্প্রসারণের লক্ষ্যে রবিবার সকালে জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) উদ্যোগে এই মাঠ দিবসের আয়োজন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিনার ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. ছয়েমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি ছিলেন বিনার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনজুরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোসাম্মৎ মরিয়ম এবং উপজেলা কৃষি অফিসার মো. মামুনুর রহমান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মো. সোহেল রানা, এসও নাজমুন নাহার পপি, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নুরুন্নাহার, প্রদর্শনী চাষি কাজী নজরুল ইসলাম রিয়াজ ও বাবুল হাওলাদার। মাঠ দিবসে অর্ধ-শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের আগে বিনাধান-১৭ এর নমুনাশস্য কর্তন করা হয়। এর গড়ফলন হয়েছে হেক্টরে প্রায় সাড়ে ৫ টন।
বিডি প্রতিদিন/এমআই