আগামী ১০ ডিসেম্বর ঢাকার মহাসমাবেশ সফল করতে বাধা আসলে তার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম।
রবিবার দুপুরে রাজধানীর শ্যামপুরের ধোলাইপাড় বাসস্ট্যান্ডে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহবায়ক আ.ন.ম.সাইফুল ইসলামের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির শ্যামপুর থানা বিএনপি ও অংগসংগঠন সমূহের যৌথ কর্মীসভায় সভাপতির বক্তব্যে আব্দুস সালাম এসব কথা বলেন।
আব্দুস সালাম আরও বলেন, আগামী ১০ ডিসেম্বরই জনগণের দাবি আদায়ের আন্দোলন ফাইনাল হয়ে যাবে এমন কোন কথা না। এর আগেও হতে পারে। পরেও হতে পারে। তবে ঢাকার এই ১০ ডিসেম্বরের সমাবেশের কথা শুনেই কিন্তু সরকারের পেট খারাপ হয়ে গেছে। তিনি বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খরাপ। এই অবস্থায় আমরা চাই না আন্দোলন শুরু হলে অর্থনীতির অবস্থা আরও খারাপ হোক।
আব্দুস সালাম বলেন, আমরা কোন মারামারি চাই না, কাটাকাটি চাই না, হানাহানি চাই না, আমরা চাই শান্তিপূর্ণ আন্দোলন। আমাদের দাবি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কিন্তু ওনারা (আওয়ামী লীগ) যদি জোর করে ওনাদের অধীনে নির্বাচন করতে চান। তাহলে ওনারা (আওয়ামী লীগ) কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলনের জন্য যা যা করছেন আমরা তা তা করবো। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী মিলে বেগম খালেদা জিয়ার অধীনে নির্বাচন হবে না বলে কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলনের নামে যা যা করছেন, আমরা ও তাই করবো।
সভায় আরও বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ.ন.ম.সাইফুল ইসলাম, মহানগর সদস্য ফরহাদ হোসেন, সাবেক কাউন্সিলর মোজাম্মেল হোসেন, দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম সেন্টু, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, দক্ষিণ ছাত্রদলের সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ৪৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নূরুল ইসলাম ইসলাম, শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম পলাশ, দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির মোল্লা, ৫১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইমতিয়াজ আহমেদ টিপু, সদস্য সচিব মো. আলী মান্নান, ৫৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শুভ সিকদার।
জাগপা নেতার বিএনপিতে যোগদান: জাগপার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সানাউল্লাহ সানু আজ অর্ধশতাধীক নেতাকর্মী নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন। এ সময় অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন